ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
বালিয়াকান্দিতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১১-১৩ ১৪:৩১:২৮

সরকারী কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

  গতকাল ১৩ই নভেম্বর বিকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে এই বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। 

 বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

  বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার মোট ৩ হাজার ৩৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ধরনের ফসলের বীজ ও সার বিতরণ করা হবে। 

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ