রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির ২নং ওয়ার্ডের পরপর ৬বার নির্বাচিত মেম্বার এবং বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন সরদারের মাতা জামিরন নেছা(৯৫) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল ১৯শে নভেম্বর সকাল ৭টা ৪০ মিনিটের সময় বাবুপাড়া ইউপির চৈতাগ্রামের নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমা জামিরন নেছা চৈতাগ্রামের মরহুম কছের সরদারের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ৪ কন্যা সন্তান, নাতী-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, গতকাল শনিবার বিকাল আড়াইটার সময় চৈতাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাজার নামাজ শেষে হাজড়াপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার জামাতা মাওলানা মোঃ আখের আলী।
জানাজার নামাজে মরহুমার অত্মীয়-স্বজন, গ্রামবাসী ও বিভিন্ন শ্রেণি পেশার বহু লোকজন অংশগ্রহণ করেন। মরহুমার বিদেহী আত্মার মাফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতা মোঃ নিজাম উদ্দিন সরদার সকলের কাছে দোয়া কামনা করেছেন।