রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বদন মৃধার পাড়া গ্রামের নিজ বাড়ী থেকে ৪ কেজি গাঁজাসহ মাদক বিকেতা আকাশ মৃধা ওরফে আব্দুল্লাহ (২৫)কে পুলিশ গ্রেপ্তার করেছে।
গতকাল ২৬শে নভেম্বর ভোর রাত সাড়ে ৫টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আকাশ মৃধা ওরফে আব্দুল্লাহ বদন মৃধার পাড়া গ্রামের মৃত আবেদ আলী মৃধার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।