রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামে গতকাল ৯ই ডিসেম্বর প্রয়াত হরিপদ কুন্ডুর স্ত্রী সেবাদাসী কুন্ডুর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, প্রয়াত হরিপদ কুন্ডু ও সেবাদাসী কুন্ডুর পুত্র সাংস্কৃতিক সংগঠন নাট্যালোকের সাধারণ সম্পাদক সঞ্জীব কুন্ডু, ডক্টর দেবদাস কুন্ডু, ইঞ্জিনিয়ার দীপক কুন্ডু, পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর গোবিন্দ কুন্ডু, ডাঃ গোপেন কুন্ডু ও ডাঃ নৃপেন কুন্ডু গতকাল শুক্রবার তাদের মাতা প্রয়াত সেবাদাসী কুন্ডুর স্মরণে ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা ও মহাপ্রসাদ বিতরণ কর্মসূচির আয়োজন করে। সকাল ১১টার দিকে কর্মসূচি শুরু হয়ে বিকেল ৪টার দিকে কর্মসূচি শেষ হয়।
অনুষ্ঠানে ভাগবত পাঠ ও ধর্মীয় আলোচনা করেন শুকদেব অধিকারী। অনুষ্ঠানে প্রয়াত হরিপদ কুন্ডু ও সেবাদাসী কুন্ডুর পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।