ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
পাংশায় দু’দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০১-১১ ১৩:২২:১২

রাজবাড়ীর পাংশা উপজেলায় গতকাল ১১ই জানুয়ারী সকালে দু’দিন ব্যাপী ৫১তম বাংলাদেশ স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
পাংশা উপজেলার ৩৪টি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও ২৫টি মাদরাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। পাংশা সরকারী কলেজ মাঠ, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ ও পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা মাঠে প্রতিযোগিতার ভেন্যু করা হয়েছে।
পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা মনিটরিং করছেন। জানতে চাইলে তিনি বলেন, গতকাল ১১ই জানুয়ারী সকালে অনানুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ ১২ই জানুয়ারী সকালে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। একইদিন বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দু’দিন ব্যাপী ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হবে।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ