রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা পর্যায়ের ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা ক্রীড়া সমিতির আয়োজনে গতকাল ১১ই জানুয়ারী সকালে বালিয়াকান্দির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বালিয়াকান্দি উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪০টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহন করছে।