রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের আয়োজনে গতকাল ১১ই জানুয়ারী দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তাদেরকে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব গোলাম রহমান মিঞা, নবাগত উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সজল কুমার সোম, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেযারম্যান আলমগীর বিশ্বাস আলম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান আব্দুস সালাম, পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নবাগত ও বিদায়ী নির্বাহী অফিসারকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এর আগে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন। এছাড়া বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানাকে রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে বদলী করা হয়েছে।