রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা অর্জনকারী এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশন।
গতকাল ১৭ই জানুয়ারী বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নবনির্মিত মডেল মসজিদের হল রুমে এসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সেলিম মুন্সি।
অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন বাদল ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।