রাজবাড়ী শহরের সজ্জনকান্দা কাহাড়পাড়া এলাকাবাসীর উদ্যোগে গতকাল ২১শে নভেম্বর রাতে কাহাড়পাড়া সুলাইমানী জামে মসজিদ মাঠে ২য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপির সদস্য অর্ণব নেওয়াজ মাহমুদ ঋষিত, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আইয়ুব খান আনসারী।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাভিশন চ্যানেলের আলোচক মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী (ঢাকা)।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুলাইমানী জামে মসজিদের খতিব মরডাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মাওলানা মনিরুজ্জামান। এছাড়াও আরও ওয়াজ করেন স্থানীয় ওলামায়ে কেরামগণ।
মাহফিল উপস্থাপনা করেন জেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আনাস খান ও সিরাজুম মনির মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শাহিনুল ইসলাম।
মাহফিল পরিচালনা করেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সামসুল আলম খান শাহিন ও রাজবাড়ী বার এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক এডঃ মিজানুর রহমান সুজন।
মাহফিলে সার্বিক সহযোগিতা করেন মাহফিল কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী বাবু ও জেলা তরুণ দলের সভাপতি রিফাত বিন আসাদ।


