ঢাকা মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
পাংশায় ট্রিডের আয়োজনে ফ্রি স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ
  • শামীম হোসেন
  • ২০২৩-০১-১৭ ১৫:২৬:৩২

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে গত ১৬ই জানুয়ারী দিনব্যাপী শিক্ষার্থী ও গরীব অসহায় মানুষের মধ্যে স্বাস্থ্য সেবা এবং কম্বল বিতরণ করেছে ট্রান্স রিজিওনাল ইভোলভিং এফার্ট ফর ডেভেলপমেন্ট-ট্রিড নামে একটি বেসরকারী সংস্থা।
  ট্রিড হেলথ্ কার্নিভাল উপলক্ষ্যে এ কার্যক্রমের আয়োজন করে সংস্থাটি। দিনব্যাপী এ কার্যক্রমে ফ্রি স্বাস্থ্য সেবার মাধ্যমে অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগী দেখানো, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্য বিষয়ক সেমিনার ও স্বাস্থ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
  ট্রিড এর সভাপতি মোঃ মনজুর এরশাদ খানের সভাপতিত্বে ও ড. কাজী মোতাহার হোসেন ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, বিশেষ অতিথি হিসাবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সজিব হোসেন, বরিশাল বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ সাইদুর রহমান সামাদ ও ফিলিপাইন আন্তর্জাতিক এনজিও’র পরামর্শক ড. শ্যামল কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
  দিনব্যাপী স্বাস্থ্য সেবা প্রদান করেন, ডাঃ সাইদুর রহমান সামাদ, ডাঃ নিষাদ আলমঙ্গীর রবি ও ডাঃ জাহাঙ্গীর আলম। 
  অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ৫জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

 

পাংশায় উন্মুক্ত লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বাচন
গোয়ালন্দে ভোক্তা অধিকারের অভিযানে দুইটি বিরিয়ানী হাউজকে জরিমানা
কালুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ