ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাজবাড়ী সদর উপজেলা পর্যায়ে বালক অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড়দের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল ১৮ই জানুয়ারী দুপুরে রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে প্রধান অতিথি হিসাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম মাওলা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগরসহ ক্ষুদে খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, তোমাদেরকে এই প্রশিক্ষণে নির্দিষ্ট সময়ে আসতে হবে। কখনো ফুটবল দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, কখনো শারীরিক কসরত করতে হবে। আগে কোথায় খেলতে সেটা ভুলে যেতে হবে। প্রশিক্ষক যিনি তিনি ভালো বুঝতে পারবেন কাকে কোথায় খেলালে সে ভালো খেলবে। সেজন্য আগে কি করছো সেটা ভুলে নিয়ম শৃঙ্খলা মেনে প্রশিক্ষকের নির্দেশনা মেনে চলতে হবে। প্রশিক্ষকদের কথা মন দিয়ে শুনতে হবে, তাদেরকে খেয়াল করতে হবে। সবাই মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করবা।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছেন তার জন্য আমাদের স্মার্ট ও সুস্থ মানুষ হতে হবে। সেজন্য আমাদের খেলাধুলা করতে হবে, সংস্কৃতি চর্চা ও লেখাপড়া করতে হবে, ভালো মানুষ হতে হবে।
জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা জানান, রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সদর উপজেলা পর্যায়ে বালক অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড়দের নিয়ে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে মাসব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে সদর উপজেলার ৪০জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। প্রশিক্ষক হিসাবে থাকবেন কাজী কৌশিক আহমেদ শাহিন।