ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
বালিয়াকান্দিতে বিজয় মেলার নামে অবৈধ লটারী বিক্রি করায় ৬জনকে জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০১-১৯ ১৪:২৭:৫৮

 রাজবাড়ীতে জেলার বালিয়াকান্দিতে বিজয় আনন্দ মেলার নামে অবৈধভাবে র‌্যাফেল ড্র-এর টিকিট বিক্রির দায়ে ৬জন বিক্রেতাকে অর্থ জরিমানা আদায়সহ টিকিট বিক্রির সরঞ্জামাদি জব্দ করেছে মোবাইল কোর্ট।
  গতকাল ১৯শে জানুয়ারী দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট বালিয়াকান্দি বাজারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে লটারী বিক্রির দায়ে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার উপজেলার চালমিয়া গ্রামের আকিদুল শেখের ছেলে শাহিন শেখকে ৫শত টাকা, মাগুরা জেলার শালিকা উপজেলার দবির মোল্লার ছেলে মনিরুল ইসলামকে ৫০০ টাকা, চালমিয়া গ্রামের তাতা মৃধার ছেলে তুফান মৃধাকে ৫০০ টাকা, মাগুরা সদরের মহসিন মোল্লার ছেলে আলামিন হোসেনকে ৫০০ টাকা, একই গ্রামের সাইফুল খোন্দকারের ছেলে হৃদয়কে ৫০০ টাকা ও ইমান মোল্লার ছেলে নাজমুল মোল্লাকে ৫০০ টাকা দন্ডবিধি ১৯৬০ এর ১৮৮ ধারায় জরিমানা আদায় করে।
  মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করায় উপজেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন বালিয়াকান্দি উপজেলাবাসী।


 

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ