দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) ও রাজবাড়ীর সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ মাহমুদুল হোসাইন খানকে পদোন্নতি প্রদান পূর্বক মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) পদে পদায়িত করেছে সরকার।
গতকাল ৩১শে জানুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের নম্বর ০৫.০০.০০০০.১৩০.১২.০০১.২১-৬৭ স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনে মোঃ মাহমুদুল হোসাইন খানকে অতিরিক্ত সচিব হতে সচিব পদে পদোন্নতি পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) পদে পদায়িত করা হয়।
জানা গেছে, মোঃ মাহমুদুল হোসাইন খান ১৩তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি গত ১০/৯/২০০৯ হতে ০৩/১০/২০১১ তারিখ পর্যন্ত সময়ে রাজবাড়ীতে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) পদে এবং গত ০১/০২/২০১৬ হতে ০৫/০৩/২০১৮ তারিখ পর্যন্ত শরীয়তপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৬৭ সনের ২৭শে সেপ্টেম্বর কুমিল্লার মুরাদনগরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগ হতে অত্যন্ত সফলতার সাথে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৩তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৪ সালে তিনি পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ঝিনাইদহ জেলার শৈলকূপায় উপজেলা নির্বাহী অফিসার, রাজবাড়ী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এবং শরীয়তপুর জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ, ধর্ম মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পে, বিআরডিবি সদর দপ্তর এবং সর্বশেষ দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) পদে সংস্থার প্রধান কার্যালয়ে সুনামের সাথে চাকুরী করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।