ঢাকা বুধবার, জানুয়ারী ২২, ২০২৫
এমপি কাজী কেরামত আলীকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের শুভেচ্ছা
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০২-০২ ১৫:১৪:৪১

 রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা বার এসোসিয়েশনের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ থেকে নির্বাচিত সভাপতি মোঃ আনোয়ার হোসেনসহ বিজয়ীরা।

  গতকাল ২রা ফেব্রুয়ারী সন্ধ্যায় শহরের ২নং বেড়াডাঙ্গায় সংসদ সদস্যের বাসভবনে গিয়ে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ থেকে সহ-সভাপতি পদে বিজয়ী মোঃ আনিছুর রহমান, সহ-সম্পাদক(১) পদে বিজয়ী মোঃ আশরাফুল হাসান আশা, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আহমেদ আলী মৃধা বাটু, সদস্য অনুপ কুমার দাস, মোঃ নিজাম উদ্দিন, সিনিয়র আইনজীবি গণেশ নারায়ন চৌধুরী, মোঃ উজির আলী শেখ, মোঃ রফিকুল ইসলাম, শফিকুল হোসেন ও মোঃ মোস্তফা কবীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, গত ৩১শে জানুয়ারী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল থেকে মোঃ আব্দুর রাজ্জাক বিজয়ী হন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন নবীন উদ্যোক্তারা
প্লেনের টিকিটে শুল্ক বাড়ায় উল্টো ক্ষতির আশঙ্কা
সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই : প্রধান উপদেষ্টা
সর্বশেষ সংবাদ