ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দিতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন না করায় ৬ চালকের জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৮-২৯ ১৫:১৯:১৬
বালিয়াকান্দি উপজেলাতে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করায় ব্যাটারী চালিত অটোরিক্সা ও থ্রি হুইলার মাহেন্দ্র গাড়ীর ৬জন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাতে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করায় ব্যাটারী চালিত অটোরিক্সা ও থ্রি হুইলার মাহেন্দ্র গাড়ীর ৬জন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
  গতকাল ২৯শে আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন সড়কে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এস.এম আবু দারদা। এ সময় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন-২০১৮ এর ২৪ ধারায় ৬জন চালককে মোট ১হাজার ৫০ টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায় শেষে যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে বিনামূল্যে মাস্ক সরবরাহ করা হয় এবং মাস্ক পরিধানের বিষয়ে সতর্কতামূলক স্টিকার বিভিন্ন যানবাহনে লাগিয়ে দেয়া হয়। বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ