ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দির নবাবপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
  • আতিয়ার রহমান
  • ২০২৩-০২-০৭ ১৪:১৩:২৩

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল ৭ই ফেব্রুয়ারী প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ প্রতিযোগিতায় নবাবপুর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল হক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীরসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, প্রতিযোগীসহ এলাকাবাসীর লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী উপজেলী শিক্ষা অফিসার মুহম্মদ আব্দুল কাদের ও সঞ্চালনা করেন পদমদী গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেরাতুল কোবরা জেলি।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ