ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
পাংশার বাহাদুরপুর ইউপিতে শিশু আব্দুল্লাহ’র মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০২-০৭ ১৪:১৫:১৮

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির ডাঙ্গীপাড়া গ্রামের মোঃ আলামিন প্রামানিকের ৬মাস বয়সী শিশু পুত্র আব্দুল্লাহ প্রামানিকের মৃত্যুর ঘটনায় গত ৬ই ফেব্রুয়ারী পাংশা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 
  গতকাল ৭ই ফেব্রুয়ারী বিকালে পোস্ট মর্টেমের পর ডাঙ্গীপাড়া গ্রামস্থ আলামিন প্রামানিকের বসত বাড়িতে জানাজার নামাজ শেষে ডাঙ্গীপাড়া কবরস্থানে শিশু আব্দুল্লাহ প্রামানিকের দাফন সম্পন্ন হয়েছে। শিশু পুত্রের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
  জানা যায়, প্রায় সপ্তাহ খানেক ধরে ঠান্ডাজনিত কারণে অসুস্থ হলে গত ৫ই ফেব্রুয়ারী পাংশা শহরের নিউরো ক্লিনিক হতে প্রাথমিক চিকিৎসা করানো হয় শিশু আব্দুল্লাহকে। পরদিন ৬ই ফেব্রুয়ারী দুপুর দেড়টার সময় শিশু পুত্র আব্দুল্লাহ প্রামানকিকে দুধ খাওয়ানোর পর নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে রেখে ঘরের বাইরে যায় আলামিন প্রামানিকের স্ত্রী মীম। তার বেশ কিছুক্ষণ পর আলামিন প্রামানিকের চাচী বৈশাখী আলামিন প্রামানিকের স্ত্রী মীমের কাছে শিশু আব্দুল্লাহ’র কথা জিজ্ঞাসা করলে মীম তার ছেলেকে  ঘরে ঘুমিয়ে রাখার কথা বলে। ওই সময় মীম তার শিশুপুত্র আব্দুল্লাহকে দোলনায় শোয়ানোর জন্য ঘরের ভিতরে যেয়ে আব্দুল্লাহকে কোলে নিতে গেলে শিশু আব্দুল্লাহকে অচেতন অবস্থায় দেখতে পায়। তখন মীম শিশু পুত্রের কোন সাড়াশব্দ না পেয়ে চিৎকার করলে বাড়ীর লোকজনসহ আশপাশের লোকজন আলামিন প্রামানিকের বাড়ীতে উপস্থিত হয়ে শিশু আব্দুল্লাহ প্রামানিককে মৃত অবস্থায় দেখতে পায়। গত ৬ই ফেব্রুয়ারী দুপুর আনুমানিক দেড়টার সময় হতে আনুমানিক বিকাল আড়াইটার মধ্যে অজ্ঞাত কারণে শিশু আব্দুল্লাহ’র মৃত্যু হয়। ঘটনার সময় আলামিন প্রামানিক পদ্মা নদীর চরে কৃষি কাজ করছিলেন। মোবাইল ফোনে খবর পেয়ে তিনি বাড়িতে ছুটে যান।
  খবর পেয়ে পাংশা সার্কেলের এএসপি সুমন কুমার সাহা, পাংশা থানার ওসি মাসুদুর রহমান ও বাহাদুরপুর ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ শিশু আব্দুল্লাহ’র মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য রাজবাড়ীতে পাঠায়। শিশু পুত্র আব্দুল্লাহ প্রামানিকের মৃত্যুর ঘটনায় তার পিতা আলামিন প্রামানিক বাদী হয়ে পাংশা থানায় অপমৃত্যু মামলা অপমৃত্যু নং-৩/২০২৩ দায়ের করে।
  এদিকে গতকাল মঙ্গলবার বিকালে রাজবাড়ী থেকে পোস্টমর্টেম শেষে শিশুপুত্র আব্দুল্লাহ প্রামানিকের মৃতদেহ ডাঙ্গীপাড়া গ্রামের বাড়ীতে নেওয়া হলে স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। বিকাল সাড়ে ৫টার দিকে পৈত্রিক বাড়িতে জানাজার নামাজ শেষে ডাঙ্গীপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
  জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা মোঃ মমিনুজ্জামান। বাহাদুরপুর ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার ওয়াজেদ আলী মোল্লা (ডাবলু মোল্লা), সাবেক পিপিএম আজিজুর রহমান (তারা), বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ, সাবেক ইউপি মেম্বার আব্দুল মান্নান মন্ডল, মাওলানা মোঃ মকবুল হোসেন, আব্দুস সাত্তার মাস্টার, মোস্তফা শেখ, আব্দুল কুদ্দুস প্রামানিকসহ বাহাদুরপুর-ডাঙ্গীপাড়া গ্রামবাসী লোকজন জানাজার নামাজে অংশগ্রহণ করেন। শিশুপুত্রের অকাল মৃতুতে আলামিন প্রামানিকের পরিবার শোকাহত হয়ে পড়েছে। 
  উল্লেখ্য, গত ৬ই ফেব্রুয়ারী বিকালে বাহাদুরপুরে গলাটিপে শিশু সন্তান হত্যার অপপ্রচার ছড়িয়ে পড়ে। ঘটনার বিষয়ে শিশুর পিতা আলামিন প্রামানিক থানায় অপমৃত্যু মামলা দায়ের করায় অপপ্রচারের অবসান ঘটেছে। 

মেলার লটারিতে মোটর সাইকেল পেল মা; কপাল পুড়ল মেয়ের!
দৌলতদিয়া ঘাটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর পথসভা অনুষ্ঠিত
দক্ষিণবাড়ী গ্রামে আনারসের সমর্থকের মাথা ফাটালো প্রতিপক্ষের সমর্থকেরা
সর্বশেষ সংবাদ