ঢাকা শনিবার, আগস্ট ২, ২০২৫
পাংশায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যু বার্ষিকী পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২০-০৮-২৯ ১৫:২৬:৪৮
পাংশায় গত শুক্রবার রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে নাট্যালোকের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গত ২৮শে আগস্ট রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। 
  নাট্যালোকের সাহিত্য শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যারাত সাড়ে ৭টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে রাত সোয়া ১০টা পর্যন্ত।
  জানা যায়, নাট্যালোকের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার জীবন ও কর্মের উপর জ্ঞানগর্ব আলোচনা করেন অধ্যাপক আবুল হোসেন মল্লিক, অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, নাট্যালোকের সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্যাভিনেতা সঞ্জীব কুন্ডু, কবি মুহাম্মদ ফিরোজ হায়দার, কবি মোল্লা মাজেদ, কাব্যপাড়ের সেতু গ্রন্থের লেখক আবুল হাশেম, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম ও মোঃ আব্দুল জব্বার প্রমূখ। অনুষ্ঠানে পাংশার নবীন-প্রবীন লেখক লেখিকাগণ উপস্থিত ছিলেন।

পাংশায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপজেলা প্রশাসন একাদশ চ্যাম্পিয়ন
কালুখালী উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন
ইসলামপুরে ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ প্রস্তুতি ও কর্মী সভা
সর্বশেষ সংবাদ