ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
গোয়ালন্দে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু
  • হেলাল মাহমুদ
  • ২০২৩-০২-১৫ ১৪:৪৯:২২

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার সকল ভোটারদের মাঝে গতকাল ১৫ই ফেব্রুয়ারী থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 
  সকালে গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম ডিগ্রী মহাবিদ্যালয়ের মাঠে পৌরসভার ১ ও ৪নং ওয়ার্ডের ভোটারের মাঝে এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
  উদ্বোধন অনুষ্ঠানে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন ও টেকনিক্যাল ম্যানেজার মোঃ ফারুকসহ নির্বাচন অফিসের বিভিন্ন কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
  স্মার্ট জাতীয় পরিচয় পত্র নিতে আসা ১০০ বছর বয়সী পৌরসভার বকসো ফকীর পাড়ার বাসিন্দা করিমন নেছা বলেন, জীবনে এই প্রথম একটা সুন্দর শক্ত একটা কার্ড হাতে পেলাম। জীবনে অনেকবার ভোট দিয়েছি কিন্তু এতো সুন্দর কার্ড দেখিনি।
  উপজেলা নির্বাচন অফিসের টেকনিক্যাল ম্যানেজার মোঃ ফারুক বলেন, প্রাথমিক পর্যায়ে প্রথম দিনে আমরা পৌরসভার ১ ও ৪নং ওয়ার্ডে ৩হাজার ৪জন ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো ৪দিন গোয়ালন্দ পৌরসভার অন্যান্য ওয়াডের্র ভোটারদের মাঝে এ কার্ড বিতরণ করা হবে।

 

পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
পাংশা-কালুখালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের গণসংযোগে বুড়ো
সর্বশেষ সংবাদ