রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাঁচুরিয়া গ্রামের মিরাজ খাঁ(১৫) নামে এক স্কুল ছাত্র গত ৩দিন ধরে নিখোঁজ রয়েছে।
এ ব্যাপারে তার পিতা সিরাজ খাঁ গত ২৮শে আগস্ট গোয়ালন্দ ঘাট থানায় একটি জিডি করেছেন(জিডি নং-১০৬৮)। নিখোঁজ মিরাজ খাঁ দৌলতদিয়া মডেল হাই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র।
মিরাজ খাঁর ভাই কাশেম খাঁ জানান, গত ২৭শে আগস্ট রাত ৮টার দিকে মিরাজের মোবাইল ফোনে একটি কল আসার পর সে কথা বলতে বলতে বাড়ী থেকে বের হয়ে যায়। ওই সময় তাদের বোন বৃষ্টি আক্তার কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে সে কিছুক্ষণ পর বাড়ী ফেরার কথা বলে যায়। এরপর থেকে আত্মীয়-স্বজনদের বাড়ীসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বাড়ী থেকে বের হওয়ার সময় মিরাজের পরনে লুঙ্গী ও টি-শার্ট (গেঞ্জি) ছিল।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, স্কুল ছাত্র মিরাজের নিখোঁজ থাকার ব্যাপারে দেশের সকল থানায় ম্যাসেজ(বেতার বার্তা) পাঠানো হয়েছে।