ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশায় জাতীয় পার্টির নেতা লোকমান মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৩-০৩ ১৩:৪৫:৫১

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও পাংশার এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত মাওলানা শিক্ষক লোকমান হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গতকাল শুক্রবার বাদজুম্মা মরহুমের পাংশা শহরের মাগুড়াডাঙ্গী গ্রামের নিজ বাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
  অনুষ্ঠানে মিলাদ মাহফিল পরিচালনা করেন পাংশা সরকারী কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস মোল্লা এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা শাহজুঁই কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাঃ আবু মুসা আশয়ারী। 
 পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, পাট্টা ইউপির প্রাক্তন চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন আহমেদ(ছন্টু), পাংশা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সহসভাপতি শাহ মোঃ রকিবুল ইসলাম শামীম, জাতীয় পার্টির নেতা হাজী মোঃ কায়সার আলী, পাংশা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার রিপন, বাহাদুরপুর শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাঃ শাহাদত আলী, আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, চরঝিকড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী, পাংশা উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি একেএম শরিফুল হুদা সাগর, বিভিন্ন স্কুল, কলেজ মাদরাসার শিক্ষকবৃন্দ, মরহুমের পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বহু লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, জাতীয় পার্টির নেতা লোকমান মাস্টার গত ১৮ই ফেব্রুয়ারী বিকালে পৈত্রিক বাড়ী পাংশার পাট্টা ইউপির আশুরহাট গ্রাম থেকে পাংশা শহরে ফেরার পথে পুইজোর এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪শে ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরদিন ২৫শে ফেব্রুয়ারী সকাল ৯টায় পাংশা পৌরসভা মাঠে প্রথম জানাজার নামাজ এবং সকাল ১১টার দিকে আশুরহাট গ্রামে নিজহাতে গড়া গোরস্থান প্রাঙ্গনে দ্বিতীয় দফায় জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়। 

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ