ঢাকা বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
পাংশায় বার্ষিক সাহিত্য সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৩-০৬ ২৩:৪৮:১৩

রাজবাড়ী জেলার পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের বার্ষিক সাহিত্য সম্মেলন আগামী ১০ই মার্চ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গতকাল ৬ই মার্চ সন্ধ্যায় স্থানীয় মিডিয়া কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেনের সঞ্চালনায় সভায় পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শরীফ মোঃ কায়কোবাদ, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সাহিত্য উন্নয়ন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মোঃ সহিদুর রহমান, কবি ও নাট্য ব্যক্তিত্ব মোঃ এবাদত আলী শেখ, কবি মোঃ আবুল হাশেম, কবি উত্তম মিত্র প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় শান্তিপূর্ণ পরিবেশে সাহিত্য সম্মেলনের কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভাবে কাজ করার গুরুত্বারোপ করা হয়।

দৌলতদিয়ায় ১টি ঘাট দিয়ে চলাচল করছে ফেরি॥তিন কিলোমিটার জুড়ে গাড়ীর সারি
রাজবাড়ী আয়কর অফিসে সহকারী কর কমিশনার হিসেবে রাজ্জাকের যোগদান
বিশ্ব যুব উৎসব ২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কালুখালীর রুমি
সর্বশেষ সংবাদ