ঢাকা বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
দাদশী ইউনিয়ন বিএনপির জনসভা সফল করার লক্ষ্যে যুবদলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৯-১৭ ২৩:২০:৫৮

আগামী ২২শে সেপ্টেম্বর রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন বিএনপির জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দাদশী ইউনিয়ন শাখার উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬ই সেপ্টেম্বর রাতে দাদশী ইউনিয়ন পরিষদের হলরুমে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
দাদশী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল বক্তব্য রাখেন।
দাদশী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব(ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসানের সঞ্চালনায় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল হক রনি, জেলা যুবদলের সদস্য আজাদ চৌধুরী, জেলা বিএনপির নেতা ও খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আকবর খান, দাদশী ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আহম্মদ আলী, দাদশী ইউনিয়ন যুবদলের উপদেষ্টা জহুরুল ইসলাম নুরুন্নবী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় দাদশী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, জনি মন্ডল, আব্দুল হালিম, এরশাদ আলী, শওকত মোল্লা, এলেম খানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় আগামী ২২শে সেপ্টেম্বর বিএনপির জনসভা সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা
রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত
শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে রাজবাড়ীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ