ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রোপা আমন ধানের চারা বিতরণ
  • মনির হোসেন
  • ২০২০-০৯-০১ ১৫:৪৩:০৮
কালুখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে গতকাল ১লা সেপ্টেম্বর বিকালে বিনামূল্যে রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে -মাতৃকণ্ঠ।

প্রণোদনা কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে।
  কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ১লা সেপ্টেম্বর বিকালে উপজেলা পরিষদ চত্বরে রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের ৬৬ জন কৃষকের মধ্যে বিআর-২৩ জাতের এই ধানের চারা বিতরণ করা হয়। 
  এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোপাল কৃষ্ণ দাস, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোফাখখারুল ইসলাম ও কালুখালী উপজেলা কৃষি অফিসার মাছিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ