ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
কালুখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রোপা আমন ধানের চারা বিতরণ
  • মনির হোসেন
  • ২০২০-০৯-০১ ১৫:৪৩:০৮
কালুখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে গতকাল ১লা সেপ্টেম্বর বিকালে বিনামূল্যে রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে -মাতৃকণ্ঠ।

প্রণোদনা কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে।
  কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ১লা সেপ্টেম্বর বিকালে উপজেলা পরিষদ চত্বরে রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের ৬৬ জন কৃষকের মধ্যে বিআর-২৩ জাতের এই ধানের চারা বিতরণ করা হয়। 
  এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোপাল কৃষ্ণ দাস, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোফাখখারুল ইসলাম ও কালুখালী উপজেলা কৃষি অফিসার মাছিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ