রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
কালুখালী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল ১লা সেপ্টেম্বর দুপুরে মৎস্য অধিদপ্তরের প্রকল্পের আওতায় এই পোনা মাছ (৪০০ কেজি রুই, কাতলা ও মৃগেল) অবমুক্ত করা হয়।
এ সময় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান ও কালুখালী উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা শাহারিয়ার জামান সাবু প্রমুখ উপস্থিত ছিলেন।