রাজবাড়ী জেলার পাংশা থানা পুলিশের পৃথক অভিযানে গত ১০ই মার্চ রাতে দুই মামলার ৫জন আসামী গ্রেফতার হয়েছে।
গ্রেফতাকৃতরা হলো- পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সুমন(৩২), একই গ্রামের সাত্তার শেখের ছেলে তমিজ উদ্দিন(৩০), মৃত মোন্তাজের ছেলে আক্কাস হোসেন(৪৫), বিল্লাল হোসেন(৫৫) ও হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ী(মধ্যপাড়া) গ্রামের মৃত তারেক প্রামানিকের ছেলে রাশেদুল প্রামানিক ওরফে রাশেদ(২৭)।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গ্রেফতাকৃতদের মধ্যে রাশেদ মারামারি মামলায় এজাহারভুক্ত আসামী। অন্যরা কৃষি জমির ফসল(পেঁয়াজ) কেটে বিনষ্ট করা মামলায় এজাহারভুক্ত আসামী। গতকাল ১১ই মার্চ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।