ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
রাজবাড়ী ট্রাফিক পুলিশের অভিযানে বালিবাহী ২৬টি ট্রাক আটক॥মোটরযান আইনে মামলা
  • আশিকুর রহমান
  • ২০২০-০৯-০১ ১৫:৪৭:২৯
রাজবাড়ী ট্রাফিক বিভাগ গত ৩১শে আগস্ট দিবাগত রাত থেকে ১লা সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৬টি বালিবাহী ট্রাক আটক করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী ট্রাফিক পুলিশের অভিযানে ২৬টি বালিবাহী ট্রাক আটক করে মোটরযান আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
  রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর(টিআই) তাজ জানান, রাজবাড়ী শহরসহ বিভিন্ন রাস্তায় দীর্ঘদিন যাবৎ বালিবাহী ট্রাক চলাচল করে রাস্তা নষ্ট করে আসছে। জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩১শে আগস্ট দিবাগত রাত থেকে ১লা সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে ২৬টি বালিবাহী ট্রাক আটক করা হয়। পরে মোটরযান আইনের অপরাধ অনুযায়ী প্রতিটি ট্রাকের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হয়। একই সঙ্গে ট্রাক চালকদের সচেতন করা হয় তারা যেন রাস্তায় বালিবাহী ট্রাক চালিয়ে রাস্তার ক্ষতি না করে। উল্লেখ্য, এই প্রথম ট্রাফিক পুলিশের অভিযানে ২৬টি বালিবাহী ট্রাক আটক করা হলো। আটককৃত ট্রাকগুলো রাজবাড়ী পুলিশ লাইন্সের মাঠে রাখা হয়েছে।   

মহান মে দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের বাণী
নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে রাজবাড়ীর পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
সর্বশেষ সংবাদ