বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল মাবুদ গতকাল ১৬ই আগস্ট দুপুরে রাজবাড়ী সদর কোর্ট ইন্সপেক্টরের অফিস দ্বি-বার্ষিক ও জেলা ট্রাফিক অফিস বার্ষিক পরিদর্শন করেছেন।
তিনি রাজবাড়ীতে পৌঁছালে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম তাকে ফুলেল অভ্যর্থনা জানান।
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল মাবুদ সদর কোর্ট ও জেলা ট্রাফিক অফিস পরিদর্শনকালে বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করে করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এছাড়াও তিনি জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।


