রাজবাড়ী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গতকাল ৬ই জানুয়ারী দুপুর সাড়ে ১২টায় বিনোদপুর সরকারী শিশু পরিবার(এতিমখানা) সংলগ্ন এলাকায় স্বপ্নডানা প্রতিবন্ধী বিদ্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার স্বপ্নডানা প্রতিবন্ধী বিদ্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডঃ মোঃ মাহমুদুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী, এনডিসি মোঃ হাফিজুর রহমান, সহকারী কমিশনার মোঃ আশিকুজ্জামান, রাজবাড়ী প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নাদিয়া সুলতানাসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে গর্ত ছিল। বর্ষার পানি জমে থাকতো। এটি সরকারী খাস খতিয়ানের জায়গা। আমরা অনেক খোঁজাখুজি করে এই জায়গা প্রতিবন্ধী স্কুলের জন্য নির্ধারণ করেছি। আমরা এটা ভরাট করে একটি প্রতিবন্ধী স্কুল করার পরিকল্পনা করেছি। তারই অংশ হিসেবে আজ এই স্কুলের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হলো।
তিনি আরও বলেন, এই স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা পড়ালেখা করতে পারবে। আমরা সেই স্বপ্ন নিয়ে একটা মাস্টারপ্লান করে রেখেছি। প্রাথমিকভাবে এখানে তিনটি রুম হবে। দুটি ওয়াশরুম হবে। আমরা কাজের চাকুরীর সুবাদে রাজবাড়ীতে এসেছি, আবার চলে যেতে হবে। কিন্তু পরবর্তীতে যারা এখানে আসবেন তাদের সুযোগ থাকবে মাস্টারপ্লান অনুযায়ী তারা একটা পর্যায়ে এই স্কুলটাকে দাঁড় করাতে পারবে। এই স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আধুনিক সুযোগ সুবিধা থাকবে। এই স্কুলের উন্নয়নের জন্য জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে।
আলোচনা সভার আগে স্কুলের নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া করা হয়।



