ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
কালুখালীতে বন্যা কবলিত কৃষকদের মধ্যে ডালের বীজ ও সার বিতরণ
  • মনির হোসেন
  • ২০২০-০৯-০২ ১৭:৩৩:০৯
কালুখালী উপজেলার বন্যা কবলিত কৃষকদের মধ্যে গতকাল ২রা সেপ্টেম্বর সকালে ডালের বীজ ও সার বিতরণ করা হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বন্যা কবলিত কৃষকদের মধ্যে ডালের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ২রা সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের বন্যা কবলিত ৫০ জন কৃষকের মধ্যে এই ডালের বীজ ও সার (জনপ্রতি ৫ কেজি করে মাশকলাইয়ের ডালের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার) বিতরণ করা হয়। 
  এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, উপজেলা কৃষি অফিসার মাছিদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রেজাউল করিম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রাম কৃষ্ণ সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ