ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
বহরপুরে আওয়ামী লীগের জনসভার মাঠ পরিদর্শনে এমপি জিল্লুল হাকিম
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২৩-০৩-১৭ ১৬:৩৭:০২

 আগামী ২০শে মার্চ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বহরপুর রেলস্টেশন সংলগ্ন রেলওয়ের মাঠে ইসলামপুর, বহরপুর ও নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।
  গতকাল ১৭ই মার্চ বিকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জনসভার মাঠ পরিদর্শন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
  জনসভার মাঠ পরিদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, আগামী ২০শে মার্চ বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় ৩টি ইউনিয়নের প্রায় ১৫হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন। জনসভার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের সামনে তুলে ধরা হবে। সেই সাথে জামায়াত-বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে। জনসভায় প্যান্ডেলের কাজ ইতোমধ্যেই ৬০ শতাংশ শেষ হয়েছে। নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সভা করে প্রস্তুতি গ্রহণ করেছেন। 
  তিনি বলেন, আমাদের ডাকে মানুষ আসে। আমাদের প্রতি নেতাকর্মীদের সেই বিশ^াস রয়েছে। মৃগী ইউনিয়নের জনসভা সফল হয়েছে। আগামী ১৯শে মার্চ পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে জনসভা অনুষ্ঠিত হবে। সেই জনসভায় হাজার হাজার মানুষ উপস্থিত থাকবেন।
  নেতাকর্র্মীদের সাথে কথা বলে জানা গেছে, আগামী ২০শে মার্চে ইসলামপুরের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর ম্ুিক্তযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। 
  জনসভার মাঠ পরিদর্শনকালে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম হান্নান মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টারসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ