ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৩-২৭ ১৫:৫৪:৪৮

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ২৬শে মার্চ যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। 
  এ উপলক্ষে ৩১বার তোপধ্বনি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা, শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
  জানা যায়, ঙক রবিবার সকাল সাড়ে ৯টার সময় পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। এ সময় প্যারেড পরিচালনা করেন পাংশা থানার এসআই হাসানুল বান্না সাগর। প্যারেডে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিএনসিসির সদস্যরা অংশগ্রহণ করেন।
  এ পর্যায়ে অনুষ্ঠান উপস্থাপনা করেন ড. কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস ও পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস। 
  এরপর পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা, আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়। 
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এবং বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী-২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন মিয়া, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁদ আলী খান, মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর ও পাংশা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূশরাত হাছনীন প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
  অনুষ্ঠানে পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
  প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম ব্যাহত করতে স্বাধীনতা বিরোধী চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা প্রশ্নবিদ্ধ হয় এমন কাজের সাথে সম্পৃক্ত না হওয়ার আহবান জানিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি আরো বলেন, বঙ্গবন্ধুর ডাকে একবার যেমন আপনারা(বীর মুক্তিযোদ্ধারা) মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দ্বিতীয়বার আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ গড়ার কাজে সহযোগিতা করুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।
  উল্লেখ্য, এবারের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় লোকসংগীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু সংগীত পরিবেশন করেন।

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ