জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে গতকাল ২লা এপ্রিল রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চরনারায়নপুর বাজার ও বাংলাদেশ হাটে ২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৪হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন এবং সংরক্ষণ করার অপরাধে ব্যবসায়ী প্রতিষ্ঠান দুটিকে জরিমানার আওতায় আনা হয়।
প্রতিষ্ঠান দুটি হলো কালুখালী উপজেলার বাংলাদেশ হাটের মনির কসমেটিক্স এন্ড ভ্যারাইটিজ ও একই উপজেলার চরনারায়নপুর বাজারের মেসার্স হুমায়ন বেকারী।
এদের মধ্যে মনির কসমেটিক্স এন্ড ভ্যারাইটিজের মালিককে ১০ হাজার টাকা ও মেসার্স হুমায়ন বেকারীর মালিককে ৪হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।