ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বহরপুরে তিন ফসলী জমি থেকে মাটি কাটায় ৩টি ট্রাক্টর জব্দ॥১জন আটক
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৪-০২ ১৫:০৯:৩৮

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামে সরকারী আদেশ অমান্য করে তিন ফসলী জমি থেকে মাটি কাটার অপরাধে তিনটি ট্রাক্টর জব্দ করেছে মোবাইল কোর্ট। এ সময় পারভেজ(১৭) নামে এক ট্রাক্টর চালককে আটক করা হয়।
  গতকাল ২রা এপ্রিল বিকালে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন। আটক পারভেজ বহরপুর ইউনিয়নের চর পাতুরিয়া গ্রামের বাসিন্দা।
  সহকারী কমিশনার(ভূমি) মোঃ হাসিবুল হাসান বলেন, বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামে তিন ফসলী জমি থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছিল। স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে বিকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সরকারী আইন অমান্য করে মাটি কাটার অপরাধে তিনটি ট্রাক্টর জব্দ এবং পারভেজ নামে এক ট্রাক্টর চালককে আটক করা হয়।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ