ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
ভারতে ২৪ ঘন্টায় ৪হাজার ৪৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৩-০৪-০৫ ১৫:২১:২৫

 ভারতে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৪৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, যা গত ছয় মাসে আক্রান্তের দিক দিয়ে এক-দিনে সবচেয়ে বেশি।
  ভারতে কোভিড-১৯ সংক্রমণ গত কয়েক দিনে বৃদ্ধি পেয়েছে। গত ১লা এপ্রিল ২ হাজার ৯৯৪ জন, ২রা এপ্রিল ৩ হাজার ৮২৪ জন, ৩রা এপ্রিল ৩ হাজার ৬৪১ জন এবং ৪ঠা এপ্রিল ৩ হাজার ৩৮ জনের দেহে সংক্রমণ সনাক্ত হয়েছে।
  গতকাল ৫ই এপ্রিল সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৭১৯ জনে পৌঁছেছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৯১৬ জনে।
  ভারতের হিমাচল প্রদেশ এবং হরিয়ানায় করোনা আক্রান্তের সংখ্যা এবং পাঞ্জাবে মাত্র তিন সপ্তাহের মধ্যে দৈনিক করোনা পজেটিভ সনাক্ত হওয়ার হার ১৩ গুন বৃদ্ধি পেয়েছে।
  তথ্য অনুসারে, দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা গত মঙ্গলবার ৫২১ ছুঁয়েছে, যা সাত মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। গত বছরের ২৭শে আগস্ট শেষ বারের মতো বেশি আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল।
  ভারতে করোন ভাইরাস সংক্রমন বৃদ্ধির মধ্যে, দিল্লির স্কুলগুলি শিক্ষার্থীদের স্কুল ক্যাম্পাসে ফেস মাস্ক ব্যবহার করে কোভিড  বিধি অনুসরণ করতে বলেছে।

শ্রীলংকার ফিটসএয়ারের ঢাকা কলম্বো সরাসরি ফ্লাইট চালু
ইসরায়েলের ওপর ইরানের হামলা ‘সফল হয়েছে’ : তেহরান
ইসরায়েলে মার্কিন কুটনীতিকদের জন্য ভ্রমণ সতর্কতা
সর্বশেষ সংবাদ