রাজবাড়ী জেলার গোয়ালন্দে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বাংলার ও দৈনিক মাতৃকণ্ঠ প্রতিনিধি মইনুল হক মৃধা এবং ইনকিলাবের উপজেলা প্রতিনিধি লাল্টুর ওপর সরকার দলীয় নেতাকর্মীদের হামলার প্রতিবাদে গোয়ালন্দ প্রেসক্লাবের আয়োজনে অবস্থান কর্মসূচী পালন করেছে সাংবাদিকরা।
গতকাল ৯ই এপ্রিল বিকালে গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।
গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলোর উপজেলা প্রতিনিধি রাশেদুল হক রায়হানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচী চলাকালে রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সহ-সভাপতি, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, সহ-সম্পাদক বার্তা-২৪ ফোর এর স্টাফ রিপোর্টার সোহেল মিয়া, সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠ ও দেশ টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম ও দৈনিক নয়াদিগন্তের গোয়ালন্দ প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাছ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় গোয়ালন্দ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক উদয় দাস, দেশ রূপান্তরের গোয়ালন্দ প্রতিনিধি সরোয়ার মিরাজ, আজকের পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি ফিরোজ আহম্মেদ, দৈনিক ভোরের আকাশ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি জহুরুল ইসলাম আকাশ ও আজকের পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি অনিক শিকদারসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকরা অবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান। একই সাথে অবিলম্বে সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করা, হামলা, মামলা ও গ্রেফতারের প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান।
এদিকে গতকাল ৯ই এপ্রিল দুপুর দেড়টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাংবাদিক মইনুল হক মৃধাকে দেখতে যান রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
এ সময় তার সাথে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলুসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলী নেওয়াজ মাহমুদখৈয়াম সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা প্রকাশ করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান। একই সাথে তিনি ডিজিটাল নিরাপত্তা আইন নামক কালো আইনের মাধ্যমে সাংবাদিকদের হয়রানী ও গ্রেফতার বন্ধ করাসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবী জানান।