রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন কমিটি গত ১৬ই মে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পর্যায়ের তালিকা প্রকাশ করেছেন। যারা শ্রেষ্ঠ হয়েছেন তাদেরকে নানা ভাবে উৎসাহিত করা হচ্ছে। এদের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান ডাবলুকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গতকাল ২২শে মে দুপুরে কলেজের শিক্ষক কর্মচারীরা অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান ডাবলুকে তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানায়। এ সময় উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ পর্যায়ের তালিকা প্রকাশের তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে (কলেজ) এবিএম ওয়াহিদুজ্জামান ডাবলু, (বিদ্যালয়) পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস ও (মাদরাসা) পাংশা শাহজুঁই কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাঃ আবু মুসা আশয়ারী নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) পাংশা মহিলা কলেজ, (বিদ্যালয়) হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়, (মাদরাসা) পুঁইজোর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা নির্বাচিত হয়েছে।
শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কলেজ) পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান মোরশেদা আক্তার, (বিদ্যালয়) পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আকমল হোসেন, (মাদরাসা) পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মোঃ নূর আলম হোসেন, (কারিগরি) আইডিয়াল গার্লস কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন।
শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ) পাংশা সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর ইথার মাহমুদ, (বিদ্যালয়) এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের ৮ম শ্রেণীর তানজিদ মাহমুদ সিয়াম, (মাদরাসা) মুছিদাহ বনগ্রাম আলিম মাদরাসার দশম শ্রেণীর মায়া ও (কারিগরি) আইডিয়াল গার্লস কলেজের সুষ্মিতা আক্তার নির্বাচিত হয়েছেন।
এছাড়া শ্রেষ্ঠ স্কাউট পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের ইমাম শামস, শ্রেষ্ঠ রোভার পাংশা সরকারী কলেজের মনিরুজ্জামান মুন্নু, শ্রেষ্ঠ রোভার গ্রুপ পাংশা সরকারী কলেজ, শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ পাংশা সরকারী কলেজ বিএনসিসি ইউনিট, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক কাচরীপাড়া হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক পাংশা সরকারী কলেজের প্রভাষক শামিমা আক্তার মিনু, শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক পাংশা সরকারী কলেজের প্রভাষক বেলায়েত হোসেন ও শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক পাংশা সরকারী কলেজের ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান আবু ছাঈদ মোহাম্মদ নুরুল হুদা নির্বাচিত হয়েছেন।