ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলে শিক্ষকদের আত্ম সচেতনতা বৃদ্ধি প্রসঙ্গে কর্মশালা
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৬-০৭ ০৫:৪১:৪১

রাজবাড়ী জেলার গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলে শিক্ষক কর্মচারীদের আত্ম সচেতনতা বৃদ্ধি প্রসঙ্গে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ৬ই জুন দুপুর ১২টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

  বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদের বলেন, গত ৫ই জুন স্কুলে অভিভাবক সমাবেশের অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে অতিথিদের আপ্যায়নসহ অভিভাবকবৃন্দের সঙ্গে আলাপ চারিতার অভাব লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে অভিভাবকদের বিদ্যালয়ে উপস্থিত হওয়ার সময় আন্তরিকভাবে সম্মান না জানিয়ে না দেখার চেষ্টা করেছেন। তাছাড়া স্কুলের শিক্ষার্থীদের সাথে কেমন আচরণ করতে হবে, তারা কেমন পড়াশোনা করছেন, তারা রেগুলার স্কুলে আসছে কিনা তা সম্পর্কে আলোকপাত করা হয়।

  কর্মশালা শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদের সমাপনী বক্তব্য দিয়ে শেষ করেন।

বসন্তপুরে বাড়ি থেকে বের হয়ে ৫দিন যাবৎ নিখোঁজ লামিয়া
 বালিয়াকান্দিতে গলাকেটে কৃষক হত্যা চেষ্টা আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
 গোয়ালন্দে বাড়ছে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব॥আতঙ্কিত কৃষক ও খামারীরা
সর্বশেষ সংবাদ