ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়ন পরিষদে পৌনে দুই কোটি টাকার বাজেট ঘোষণা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৬-০৮ ১১:৩৩:০২

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ১ কোটি ৭৬ লক্ষ ৩৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

  গতকাল ৭ই জুন দুপুরে নবাবপুর ইউনিয়ন পরিষদের হল রুমে উন্মুক্ত বাজেট সভায় ইউপি সচিব মোঃ জুবাইর রহমান এ বাজেট ঘোষণা করেন।

  ইউপি চেয়ারম্যান মোঃ বাদশাহ আলমগীরের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ কুদ্দুস, আবু তালেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজ ইকবাল, ইউপি সদস্য পলাশ কর, আবু সাঈদ, আমিনুর রহমান, কাবিল উদ্দিন, কামরুজ্জামান মোল্লা, আকরাম হোসেন, কামরুজ্জামান চাঁদ, মোঃ কুদ্দুস, আবু তালেবসহ বিভিন্ন মসজিদের ইমাম ও পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ