রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে যাত্রী ছাউনিতে ৮৫ বছর বয়সী হারিছা বেগম নামে এক বৃদ্ধা মা’কে ফেলে রেখে গেছে তার সন্তানরা।
গত ২৩শে জুন সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের হস্তক্ষেপে ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ওই বৃদ্ধাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বালিয়াকান্দি উপজেলা শহরের ওয়াপদার মোড়ের যাত্রী ছাউনিতে গত ২৩শে জুন ভোরে স্থানীয়রা বৃদ্ধা হারিছা বেগমকে পড়ে থাকতে দেখতে পান। সারাদিন তিনি ওখানেই পড়ে ছিলেন। স্থানীয়রা তাকে দুপুরের খাবারও খেতে দেন। সন্ধ্যা হওয়ার পরও যখন তিনি যাত্রী ছাউনিতেই রয়ে যান তখন তারা সাংবাদিকদের খবর দেন। পরে স্থানীয় সাংবাদিকরা হারিছার সাথে কথা বলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সন্ধান চেয়ে প্রচার-প্রচারণা চালান।
এছাড়াও বৃদ্ধার নিরাপত্তার কথা ভেবে রাতেই উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করেন। তিনি শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ থাকায় ইউএনও তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেন। ঠিকানা বলতে না পারার কারণে বর্তমানে হারিছা বেগম হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, বৃদ্ধা বারবার বলছেন তার দুই পুতিন(ছেলে) তাকে এখানে ফেলে রেখে গেছে। ফরিদপুর ছাড়া আর কোন জায়গার নাম বলতে পারছেন না তিনি। ঠিকানা বলতে না পারায় তার স্বজনদের সন্ধান এখনো পাওয়া যায়নি।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, হারিছা বেগমের বয়স অনেক বেশি। সারাদিন যাত্রী ছাউনিতে পড়ে ছিলেন। স্থানীয়রা তাকে যতটুকু খেতে দিয়েছে তাই খেয়েছেন। তার শরীর বেশ দুর্বল। সুস্থতার জন্য তাকে রাতেই চিকিৎসার ব্যবস্থা করেছি। তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে। বৃদ্ধা হারিছার নিয়মিত খোঁজ রাখা এবং আপডেট তথ্য দেওয়ার জন্য সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছেন তিনি।