ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
গোয়ালন্দ উপজেলা প্রশাসন কর্তৃক দৌলতদিয়ার সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২৩-০৬-২৭ ২০:৪৫:৪৭

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৭শে জুন দৌলতদিয়া পূর্বপাড়ায় বসবাসরত ৫শত সুবিধা বঞ্চিত নারীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
  দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির(এমএমএস) হলরুমে আয়োজিত চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানী সাহা ও গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
  এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মনজু প্রমুখ উপস্থিত ছিলেন।

পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
 দৌলতদিয়া ঘাটে নেই যাত্রী ও যানবাহনের চাপ॥২৪ ঘন্টায় ৫৯৪৬ যানবাহন নদী পার
 দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা হায়াত গ্রেফতার
সর্বশেষ সংবাদ