ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
ঈদের ছুটি শেষে দৌলতদিয়া লঞ্চ ঘাটে কর্মস্থলে ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়
  • হেলাল মাহমুদ
  • ২০২৩-০৭-০৬ ০৪:২০:১৩

পবিত্র ঈদুল আযহা শেষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট দিয়ে গত কয়েকদিন ধরে কর্মস্থলে ফিরছে মানুষ। তবে গতকাল ৫ই জুলাই দৌলতদিয়া লঞ্চ ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

  অপরদিকে অনেক যাত্রীকে তাদের পরিবার পরিজন নিয়ে ঢাকা থেকে ঘরমুখো হতেও  দেখা গেছে। ঘাটে চলাচলকারী দূরপাল্লার বাসের কোন জট না থাকায় যাত্রীরা অনায়াসে লঞ্চে উঠে স্বাচ্ছন্দেই নদী পাড় হতে পারছেন।

  লঞ্চে পার হওয়া ঢাকামুখী যাত্রী সোহেল রানা বলেন, আমার ঈদের ছুটি আজকেই শেষ হচ্ছে। কালকে থেকে অফিস করতে হবে বলে কুষ্টিয়ার বাড়ী থেকে কর্মস্থলে চলে যাচ্ছি। তবে ঘাটে কোন ভোগান্তি নেই।

  ঢাকামুখী আরেক যাত্রী রিতু বেগম বলেন, গার্মেন্টসের ছুটি বেশি দিন পাইনি। তাই পরিবার পরিজন ছেড়ে চলে যাচ্ছি। অন্যান্য বারের থেকে দৌলতদিয়া ঘাটের চিত্র একেবারে পাল্টে গেছে।

  বিআইডব্লিউটিএ’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক আফতার হোসেন বলেন, পবিত্র ঈদুল আযহা শেষে লঞ্চে ঢাকামুখী যাত্রীদের চাপ অনেকটাই বেশি। তবে ঢাকা ফেরত যাত্রীদের চাপ তেমন একটা নেই। দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ২০টি লঞ্চের মধ্যে ১৮টি লঞ্চ বর্তমানে চলাচল করছে। যাত্রী সংখ্যা বাড়লে বাকী লঞ্চগুলো চলবে।

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ