ঢাকা সোমবার, আগস্ট ৪, ২০২৫
আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এখন সবার দায়িত্ব দেশকে বৈষম্যহীনভাবে গড়ে তোলা----জেলা প্রশাসক
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৮-০৩ ১৫:২৪:৩৫

তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে রাজবাড়ীতে শুরু হয়েছে “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক আইডিয়া প্রতিযোগিতা।
 গতকাল ৩রা আগস্ট সকাল ১০টায় জেলা পরিষদের আয়োজনে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
 জেলা পরিষদের প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য বক্তব্য রাখেন।
 জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, জুলাই গণঅভ্যুত্থান-২৪ এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাস্থ্যবিধি মেনে দেশ গঠনে আত্মনিয়োগ শিরোনামে আইডিয়া দলনেতা উম্মে আফসিয়া, রঙ তুলিতে স্মৃতিচারণ শিল্পের হাত ধরে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে শিরোনামের আইডিয়ার নির্বাহী পরিচালক ও কিউরেটর রঙ রেখার সৃজনমেলার নূরে জান্নাত রোজা বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ-উল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জিহাদ আনসারী, এনডিসি নাহিদ আহমেদ, তথ্য অফিসার রেখা ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ শামসুন্নাহার চৌধুরীসহ জেলা প্রশাসন, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আজকে যারা এখানে আইডিয়া দিয়েছো, চিত্র প্রদর্শন করেছো তোমাদের প্রতিভা দেখে আমি মুগ্ধ। তোমরা তোমাদের রঙ তুলির ছোঁয়ায় জুলাই গণঅভ্যুত্থানকে ফুটিয়ে তুলেছো। তোমরা আসলেই অনেক মেধাবী। আমার বিশ্বাস তোমরা অনেক দূর এগিয়ে যাবে।
 তিনি আরও বলেন, তরুণরাই হচ্ছে একটি জাতির ভবিষ্যৎ। অতীতে যেমন তারাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আজও তারাই দেশকে এগিয়ে নেবে। আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি, এখন দায়িত্ব সবার এই দেশকে বৈষম্যহীনভাবে গড়ে তোলা।
 জানা গেছে, “রঙরেখার সৃজন মালা” শহীদদের স্মরণে রঙ তুলিতে স্মৃতিচারণ ঃ শিল্পের হাত ধরে বৈষম্যহীন বাংলাদেশ গঠন আইডিয়া প্রদান করে এবং “কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়” জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাস্থ্যবিধি মেনে দেশ গঠনে আত্মনিয়োগ আইডিয়া প্রদান করে।

 

আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এখন সবার দায়িত্ব দেশকে বৈষম্যহীনভাবে গড়ে তোলা----জেলা প্রশাসক
রাজবাড়ী শহরে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশে রাজবাড়ীর নেতৃবৃন্দের অংশগ্রহণ
সর্বশেষ সংবাদ