ফরিদপুরের কুমার নদীতে গতকাল ১১ই সেপ্টেম্বর বিকালে দক্ষিণ কোমরপুর যুব সংঘের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুমার নদের পারচর দায়বাড়ী ঘাট থেকে শুরু হয়ে দেড় কিলোমিটার দূরত্বের কোমরপুর দক্ষিণ পাড়া কুমার ব্রীজের নীচে এসে প্রতিযোগিতা শেষ হয়।
৩০টি ভেলা বাইচ দল জাতীয় পতাকা, বিভিন্ন রঙের বেলুন, কাগজের ফররা, ফেস্টুন প্রভৃতিতে সুসজ্জিত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রত্যেক ভেলায় ২জন করে মাঝি নতুন গেঞ্জি-লুঙ্গি পরে ও মাথায় গামছা বেঁধে বৈঠা বেয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। বিপুল সংখ্যক মানুষ নদীর দুই পাড়ে জড়ো হয়ে ভেলা বাইচ উপভোগ করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, বিশেষ অতিথি হিসেবে জামিয়া আরাবিয়া ফরিদিয়া ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফরিদ শেখ, দক্ষিণ কোমরপুর যুব সংঘের উপদেষ্টা ওবায়দুর রহমান, জাহাঙ্গীর মন্ডল ও শেখ শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।