রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ই জুলাই সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে সভা দুটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ হান্নান মোল্লা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ^াস, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ও মহিলা পরিষদের সভাপতি বাসন্তী স্যানাল প্রমুখ বক্তব্য দেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।