ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে প্রস্তুতি সভা
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৭-১২ ১৬:২৭:৩৬

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপনে গতকাল ১২ই জুলাই বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই রবিউল ইসলাম, পাংশা সরকারী কলেজের সহকারী অধ্যাপক মেহেরুন নাহার, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বোরহান উদ্দিন, মৎস্যজীবী বেনু মাধব বিশ্বাসসহ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  সভায় আগামী ২৪শে জুলাই থেকে ৩০শে জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপনে কর্মসূচি গ্রহণ করা হয়।

  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করার আহবান জানান।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ