ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
পাংশায় দরিদ্র শিক্ষার্থীকে বই উপহার দিলেন উপজেলা নির্বাহী অফিসার
  • পাংশা প্রতিনিধি
  • ২০২৩-০৭-১৯ ০৩:৩৫:১৯

তিথি হালদার নামের এক দরিদ্র শিক্ষার্থীকে বই উপহার দিয়েছেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। 

  গতকাল ১৮ই জুলাই বিকালে নিজ কার্যালয়ে ওই শিক্ষার্থীর হাতে উপহারের বই গুলো তুলে দেন তিনি।

  তিথি হালদার পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। সে পাংশা পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পারনারায়নপুর গ্রামের দুলাল চন্দ্র হালদারের কন্যা।

  শিক্ষার্থী তিথি জানান, অষ্টম শ্রেণীতে অধ্যায়নরত অবস্থায় আমার রোল নম্বর এক ছিল। অর্থাভাবে লেখাপড়া বাদ দিতে হয়েছিল। এবার আবার ভর্তি হয়েছি। ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারী অফিসার হওয়ার স্বপ্ন তার। 

  তিথির মা সাধনা রাণী বলেন, আমার স্বামী পেশায় একজন জেলে। অর্থাভাবে আমার মেয়ের লেখা পড়ার খরচ চালাতে পারতাম না। বিষয়টি আমি উপজেলায় এসে ইউএনও স্যারের কাছে বলি। তিনি আমার মেয়েকে বইগুলো উপহার দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, আগের দিন ওই শিক্ষার্থীর মা আমার অফিসে এসে জানান অর্থের অভাবে তিথির লেখাপড়া চালানো সম্ভব হচ্ছে না। পরবর্তীতে আমি তিথির বিষয়ে খোঁজখবর নিয়ে গতকাল ১৮ই জুলাই এই শিক্ষা উপকরণ প্রদান করি। এ সময় তিনি তিথির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। 

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ