ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দিতে তরুণীকে গণধর্ষণ॥২জন গ্রেফতার
  • মিঠুন গোস্বামী
  • ২০২৩-০৭-২৯ ০২:৪৮:৩১

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসবাসরত পিতৃহারা এক তরুণী(১৫) গণধর্ষণের শিকার হয়েছে।

  এ ঘটনায় নির্যাতিত তরুণী বাদী হয়ে গত ২৭শে জুলাই ৫জনকে আসামী করে বালিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে রাতেই পুলিশ অভিযুক্তদের মধ্যে ২জনকে গ্রেফতার করেছে।

  গ্রেফতারকৃতরা হলো- বালিয়াকান্দি উপজেলা জংঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের জব্বার মোল্লার ছেলে ইসরাফিল মোল্লা(১৯) ও একই গ্রামের আমিন মৃধার ছেলে খাইরুল মৃধা(২০)।

  পলাতক ৩জন আসামীরা হলো- একই উপজেলা জংঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের আজাদ মুন্সির ছেলে তামিম মুন্সি(১৯), একই এলাকার ইমান আলী মোল্লার ছেলে বিপ্লব মোল্লা(১৯) ও পল্লব মোল্লা(২১)। 

  বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, গত ২৭শে জুলাই সন্ধ্যায় ওই তরুণীর অভিযোগের প্রেক্ষিতে রাতেই ২জনকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিত তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  তিনি আরও বলেন, এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে। গতকাল ২৮শে জুলাই গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 

  স্থানীয়দের মাধ্যমে জানা যায়, পিতৃহারা নির্যাতিত ওই তরুণী তার মায়ের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরে বসবাস করে। তারা মা মেয়ে দু’জনেই অন্যের বাড়ীতে কাজ করে সংসার চালায়। গত ২৬শে জুলাই গভীর রাতে দরজায় ঠকঠক শব্দে দরজা খুলতেই অভিযুক্তরা তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঘরের মধ্যেই তাকে ধর্ষণ করে।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ