আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিস্থিতি পর্যবেক্ষণে অক্টোবরে বাংলাদেশে একটি পর্যবেক্ষক দল পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র।
গতকাল ১লা আগস্ট রাজধানী ঢাকায় নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে ঘন্টব্যাপী বৈঠক শেষে একথা বলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
বৈঠক শেষে রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের বলেন, ‘‘আমি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি যে অক্টোবরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে।’’ দুইটি সংস্থার বিশেষজ্ঞরা ছাড়াও নির্বাচন নিয়ে অভিজ্ঞরা পর্যবেক্ষক দলে থাকবে বলে জানান তিনি।
রাষ্ট্রদূত পিটার হাস বলেন, পর্যবেক্ষক দলে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইন্সটিটিউট(এনডিআই), ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের(আইআরআই) বিশেষজ্ঞরা ছাড়াও নির্বাচন পর্যবেক্ষণ এবং নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অভিজ্ঞরা থাকবেন। তবে তাদের ভ্রমণের বিস্তারিত সময়সূচি জানাতে পারেননি তিনি।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘যাতে বাংলাদেশের জনগণ জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন।’
রাষ্ট্রদূত হাস বলেন, সিইসির সঙ্গে বৈঠকে আরপিও এর সর্বশেষ সংশোধন, নতুন দল নিবন্ধনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হলে রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসা উচিত।
তিনি বলেন, ‘আমরা বলেছি, উনারাও বিশ্বাস করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ডায়ালগ প্রয়োজন। ডায়ালগ ছাড়া রাজনৈতিক সঙ্কটগুলো আসলে রাজপথে মীমাংসা করার বিষয় নয়। কমিশন মনে করে, রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসা উচিত। একসঙ্গে চা পান করা উচিত। তারপরে আলোচনা করে সঙ্কট নিরসনের চেষ্টা করা উচিত।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সঙ্কট বিরাজ করছে তা রাজনৈতিক। এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই। কিন্তু এ সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে।’
তিনি জানান, কমিশন প্রত্যাশা করে, রাজনৈতিক পরিমন্ডলে কতগুলো বিষয় প্রকটভাবে রয়েছে সেগুলো যে কোনো মূল্যে সুরাহা হওয়া প্রয়োজন। একটা স্থিতিশীলতা ফিরে আসুক। যে স্থিতিশীল পরিবেশে আগামী নির্বাচন হবে।
বৈঠকে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও ইসি সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।