ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
পাংশায় উপজেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৮-১০ ১২:০২:২২

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ৯ই আগস্ট ‘আত্ম-নিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আদিবাসী তরুণরাই মূল শক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৩ পালিত হয়েছে। 

  এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন রাজবাড়ী জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

  জানা যায়, গতকাল বুধবার দুপুর ২টার সময় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সংগঠনের রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক রুপ সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিমল তাঁতি, সাংস্কৃতিক সম্পাদক হরিদাস সরকার, সদস্য নিরোদ সরকার, রাজবাড়ী জেলা কমিটির সহ-সভাপতি খোকন কর্মকার, সহসাধারণ সম্পাদক পংকজ সরকার ও সদস্য সিজেন সরকার প্রমূখ বক্তব্য রাখেন।

  সভাপতির বক্তব্যে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার বিশ্বাস ৬দফা দাবী জানিয়ে বলেন, দেশের চলমান বৈশ্বিক পরিস্থিতি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ প্রান্তিক জনগোষ্ঠীকে খাদ্য, অর্থনৈতিক সংকটসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার এক চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভূমি বেদখল, আদিবাসী বুনা পাড়া/গ্রামে হামলা, ভূমি জবরদখল, উচ্ছেদকরণ, নারী নির্যাতন অব্যাহত ভাবে বেড়েই চলছে। এমতাবস্থায় দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মানবাধিকার ও অস্তিত্ব রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলনে একসাথে কাজ করার জন্য আজ আন্তর্জাতিক আদিবাসী দিবসে আমাদের শপথ নিতে হবে।

  তিনি বলেন, আমাদের ইতিহাস নিরন্তর লড়াই সংগ্রামের এক ঐতিহাসিক ইতিহাস। আমরা বীরের জাতি। কোন অন্যায় ও জুলুমের কাছে আমরা কোনদিনও মাথা নত করিনি। সেই বৃটিশ আন্দোলন হতে শুরু করে ভাষা আন্দোলন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সকল ক্ষেত্রেই রয়েছে আমাদের তথা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাতিসত্ত্বার বীরত্বগাথা অবদান। আমাদের বেঁচে থাকার সকল অধিকার মানবাধিকারে রূপান্তরিত হয়েছে। আজ আন্তর্জাতিক আদিবাসী দিবসে আমাদের তরুণ বন্ধুদের বিশেষ ভাবে নব আশা, নব চেতনা ও আত্মশক্তিতে বলিয়ান হয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাতিসত্ত্বার অধিকার প্রতিষ্ঠায় জেগে উঠতে তিনি এগিয়ে আসার আহবান জানান।

লক্ষণ সরকার, সাধন সরকার, সমীর সরকার, বিষ্ণু সরকার, শিবনাথ তাঁতিসহ পাংশা, বালিয়াকান্দি, কালুখালী উপজেলাসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  দুপুর ২টায় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা শুরু হয়ে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত আলোচনা সভা চলে। আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে র‌্যালী শুরু হয়ে পাংশা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিকাল সাড়ে ৪টার সময় পাংশা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে র‌্যালীসহ কর্মসূচি সমাপ্ত করা হয়।

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ